গঙ্গাচড়ায় পত্রিকায় খবর প্রকাশে ভাঙ্গা রাস্তা মেরামত করলেন ইউ.পি চেয়ারম্যান

সফিয়ার কাজলগঙ্গাচড়া, (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় ৫ হাজার লোকের চরম দূর্ভোগ লাঘবে ভাঙ্গা রাস্তা মেরামত করলেন লক্ষীটারী ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। এলাকাবাসী সূত্রে জানা যায় গত বছর স্মরন কালের ভয়াবহ বন্যার পানির তিব্র ¯্রােতে ভেঙ্গে যায় উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর ইচলি, চর শংকরদহ ও টাউরাসের বাজার গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তাটি। ফলে ওই গ্রাম গুলোর প্রায় ৫ হাজার মানুষের মধ্যে শিক্ষার্থী রোগী পরিবহনসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম দূর্ভোগ হয়। লোকজন শুষ্ক মৌসুমে কষ্ট করে যাতায়াত করতে পারলেও রাস্তাটি মেরামত না হলে আগামী বর্ষা মৌসুমে ওই এলাকার লোকজন যাতায়াত করতে পারবে না বলে সাংবাদিকদের জানান। ভাঙ্গা রাস্তা মেরামতের উদ্যোগ নেই বিষয়ে গত ফেব্রুয়ারী মাসে খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। খবরটি পত্রিকায় দেখে ওই রাস্তার উপর সু-দৃষ্টি পরে ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীর। তিনি ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রায় ১ লক্ষ টাকা ব্যায়ে কয়েকদিন আগে রাস্তাটি মেরামত করে দেন। এবিষয়ে লক্ষীটারী ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান বিগত বন্যায় আমার ইউনিয়নের তিস্তা চরাচঞ্চলের অধিকাংশ রাস্তা ভেঙ্গে যায়। যা মেরামত করার জন্য সংশ্লিষ্ট জায়গায় অবহিত করা হয়েছে। এ রাস্তাটি খুবই জন গুরুত্ব পূর্ণ তাই সরকারী বরাদ্ধের আগেই ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রায় ১ লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটি মেরামত ,করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 4282072736608247224

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item