বেরোবিতে ৫৮ মাস যাবত বেতন না পাওয়ায় ৪র্থ শ্রেনীর কর্মচারীদের অনশন

 হাজী মারুফঃ
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৫৮ মাস যাবত বেতন না পাওয়ায় ৪র্থ শ্রেনীর কর্মচারীদের দিনব্যাপী অনশন ধর্মঘট পালন । গতকাল বৃহস্পতিবার রংপুর  বেরোবি’র ৫৮ মাস থেকে বেতন না পাওয়ায়  বেরোবি রেজিস্টার  মুহম্মদ ইব্রাহীম কবীরের কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেন ৪র্থ শ্রেনীর কর্মচারীরা । জানা যায় ২০১৩ সালের ৮ই জানুয়ারী ৪র্থ শ্রেনীর কর্মচারী কেয়ার টেকার প্রকৌশল শাখার মোশারফ হোসেন , মেডিকেল সেন্টারের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আমিনা বেগম, ইলার্নিং সেন্টার শাখার ল্যাব এটেন্ডেন্ট আসমা খাতুন,  সেন্ট্রাল লাইব্রেরী শাখার মেশিন অপারেটর মিজানুর রহমান, পদে  যোগদান করেন। কিন্তু এখন পর্যন্ত তারা কোন বোতন পাচ্ছেনা।৪র্থ শ্রেনীর কর্মচারী মোশারফ হোসেন জানান ইতিপুর্বে বেরোবি’র নুরুন্নবী ভি.সি তাদেরকে বেতন করে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ বছর ঘুরিয়েছে। বর্তমান ভি.সি  ড.  আহসান কলিমুল্লা আসারপর তিনি তাদের জানান আমি রিভিউ কমিটি করে দিয়েছি রিপোর্ট আসলে বেতন পাবা। ইউ.জি.সি থেকে ৩৩৮ জনকে পদ দিয়েছে এবং বেতনও দিচ্ছে, কিন্তু বেরোবি’র প্রশাসনের রেজিস্টার মুহম্মদ ইব্রাহীম কবীর সহ কয়েকজন কমর্র্কর্তার গাফলতির কারনে আমরা ৪জন কর্মচারী ৫৮ মাস যাবত বেতন পাচ্ছিনা।আমরা খুবেই কষ্টে মানসিক ভারসাম্য হারিয়ে মানবতার জীবন যাপন করছি। বেতন না দিলে আমাদের কর্মসুচী অব্যাহত থাকবে। ত্ইা আমরা  সকলে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 323782759944557045

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item