রংপুর বইমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেছেন, আলোকিত মানুষেরাই পারে আলোকিত ও সমৃদ্ধ জাতি গড়তে, আর আলোকিত হতে প্রয়োজন প্রচুর বই পড়া। আজ শুক্রবার সন্ধ্যায় রংপুর সরকারি গণগ্রন্থাগার চত্ত্বরের সাহিত্যমঞ্চে ১৫ দিনব্যাপি রংপুর বইমেলা-২০১৮ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, দেশের প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান হলেও জাতির মনন গঠনের কাজে নিয়োজিত আছে তারা, কাজেই লেখক ও প্রকাশকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিজেদের সমৃদ্ধ করতে সবাইকে প্রচুর বই কেনার আহ্বান জানান তিনি। এছাড়া রংপুরের বইমেলা নিয়মিত আয়োজনে ভবিষ্যতে সবধরণের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন বিভাগীয় কমিশনার। বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, শুধুমাত্র রংপুরের লেখকদের সম্মিলিত আয়োজনে এরকম একটি বড় পরিসরের মেলা আয়োজিত হতে দেখে আমি চমৎকৃত হয়েছি। এই আয়োজন অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনিও। একই রকম বক্তব্য দেন আরেক বিশেষ অতিথি রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমল হোসেন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে মেলার উদ্ধোধন ঘোষনা করেন প্রধান অতিথিসহ অতিথিগণ। এর আগে সদ্য প্রয়াত রংপুরের লেখক ও বইমেলা কমিটির উপদেষ্টা এবং ক্যাডেট কলেজের সাবেক উপাধ্যক্ষ রকিবুল হাসান বুলবুলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া  শোক পালনের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করেন লেখক, প্রকাশক ও অতিথিগণ। চলতি রংপুর বইমেলার আয়োজন তাঁর নামে উৎসর্গ করার ঘোষণা দেন আয়োজকেরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কবি মতিয়ার রহমান বসনীয়া, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক শাহ আলম, আইনজীবী ও কথাসাহিত্যিক এম এ বাশার, গবেষক রেজাউল করিম মুকুল, শিক্ষাবিদ ও লেখক ড. এআই এম মুসা, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, গীতিকার একেএম শহীদুর রহমান, সাংবাদিক মাহবুবুল ইসলাম, ছড়াকার এসএম খলিল বাবু, সংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, কবি ব্রজ গোপাল রায় প্রমুখ। বইমেলা পরিচালনা কমিটির আহ্বায়ক সাঈদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা পরিচালনা কমিটির সদস্য (অর্থ) জাকির আহমদ। কমিটির সদস্য সচিব রেজাউল করিম জীবন অনুষ্ঠানটি উপস্থাপন করেন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 7312216564138489306

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item