ফলোআপ- পীরগঞ্জে ১০ টাকা কেজির চালের কার্ডে ১’শ টাকা উৎকোচ, তদন্তে গড়িমসি করছেন খাদ্য নিয়ন্ত্রক!

মামুনরু রশিদ মেরাজুল, পীরগঞ্জ (রংপুর) থেকেঃ ঃ
পীরগঞ্জে ১০ টাকা কেজির চালের কার্ড নবায়নের নামে ভোক্তাদের কাছ থেকে নেয়া ১’শ টাকা করে উৎকোচ নেয়ার ঘটনা তদন্তে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইয়েদুল ইসলাম গড়িমসি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে তিনি উপজেলার টুকুরিয়া ইউনিয়নে দায়সারাগোছের তদন্ত করে জানান চেয়ারম্যান চৌকিদারী ট্যাক্স আদায় করছেন। অপরদিকে শিক্ষক, ব্যবসায়ী, স্বচ্ছল পরিবারের লোকজনও ১০ টাকা কেজির চালের কার্ড পেয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, পীরগঞ্জের ১৫টি ইউনিয়নের ৩৩১টি গ্রামে ২৪ হাজার ৩৬ টি দরিদ্র পরিবারের মাঝে ‘খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় প্রতি কেজি চাল ১০ টাকা দরে বিক্রির জন্য কার্ড বিতরন করা হয়েছে। দরিদ্ররা মার্চ ও এপ্রিল মাসে ৩০ কেজি করে চাল পাবেন। ওই কর্মসুচীর অধীনে উপজেলার টুকুরিয়া ইউনিয়নে ৩ জন ডিলারের মাধ্যমে ১ হাজার ৬৪৬ জন চাল বিক্রি করা হবে। গত শুক্রবার ইউনিয়নটির চেয়ারম্যান-মেম্বাররা ওই কার্ডধারীদের কাছে গ্রাম পুলিশ সদস্যদের পাঠিয়ে দিয়ে কার্ড নবায়নের জন্য ১’শ টাকা ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে বলে এবং টাকাও আদায় করে। এ ঘটনায় ইউএনওকে অভিযোগ করলে শুক্রবারই ইউএনও ঘটনাস্থলে গিয়ে কয়েকজনের টাকা ফেরত দেন এবং এ সময় টাকা নেয়ার সাথে জড়িতরা পালিয়ে যায়। গতকাল শনিবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইয়েদুর রহমান ওই ঘটনার তদন্তে গেলে দরিদ্ররা জানায়, কার্ড নবায়নের নামে চেয়ারম্যান আমাদের কাছে চৌকিদার পাঠিয়ে দেয় এবং ১’শ টাকা করে নেয়। কিন্তু গতকাল তদন্তে গিয়ে গড়িমসি করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। তিনি জানান, চেয়ারম্যান চৌকিদারী ট্যাক্স আদায় করেছে বলে শুনেছি। দরিদ্ররা চৌকিদারী ট্যাক্স দিতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন কথা বলেননি। তিনি আরও জানান, কার্ড নবায়নে কোন টাকা লাগে না। নাম প্রকাশে অনিচ্ছুকরা জানায়, তদন্ত কর্মকর্তা গড়িমসি করছে। আমরা আমাদের টাকা ফেরত চাই।  ইউনিয়নটির চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডল বলেন, আমি চৌকিদারী ট্যাক্স আদায় করেছি। টাকা নেয়ার সময় রিসিপ্ট দেয়া হয়নি কেন, এ প্রশ্নের তিনি উত্তর দেননি। অপরদিকে ওই কর্মসুচীর আওতায় দরিদ্র পরিবারের পরিবর্তে শত শত স্বচ্ছল পরিবার, শিক্ষক, ব্যবসায়ীরাও তালিকাভুক্ত হয়েছেন। পাশাপাশি একই ক্রমিক নম্বরে একাধিক নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। ইউনিয়নটিতে খাদ্যবান্ধব কর্মসুচীর ব্যাপারে তদন্ত করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে বলে নাম প্রকাশে অনিচ্ছুকরা জানায়। অপরদিকে টাকা ফেরত না পাওয়ায় দরিদ্ররা বিক্ষোভ মিছিল করতে পারেন বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

রংপুর 2443521110548379550

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item