ছয়দফা দাবীতে পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন

মো: তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
ছয়দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আজ সোমবার পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা জজ কোর্ট সংলগ্ন পঞ্চগড় তেঁতুলিয়া মহা সড়কের পাশে মানবন্ধন হয়। মানব মানব বন্ধনে পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমতিরি সভাপতি মো: মোস্তাফিজার রহমান, সাধারন সম্পাদিকা মোছা: নাজরিন বানু, মহিলা সম্পাদিকা মুক্তা বেগম সহ মসিতির সকল সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন। মহিলা সম্পদিকা মুক্তা জানান আমরা যে দাবীগুলো সরকারের কাছে করেছি সেগুলো যৌক্তিক। আমাদের প্রধান প্রধান দাবীগুলো হলো: ১। চলমান নিয়োগ বিধির কাজ অতিদ্রুত সম্পন্ন করে ন্যায্য পদউন্নতি সহ জরুরী দাবী সমুহ বাস্তবায়ন করতে হবে। ২। মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা স্থায়ীভাবে নিরশনের লক্ষে এফপিআই ও এফডাব্লিএদের স্বাস্থ্য বিভাগীয় সকল প্রকার কাজ থেকে বিরত রাখতে হবে। এর দ্বারা পরিবার পরিল্পনা কার্যক্রমের গতি আরো বেগবান হবে। ৩। এফডাব্লিএদের টেকনিক্যাল মর্যাদা দিতে হবে। ৪। এফপিআই ও এফডাব্লিএদরে পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারন করতে হবে। ৫। এফপিআই সিলেকশন গ্রেড সহ অন্যান্য চাকুরীগত স্বার্থ সংশ্লিষ্ট স্থায়ীকরনের কাজটি কর্তৃপক্ষের নির্দেশ থাকা সত্বেও অদ্যবদি সম্পন্ন হয়নি। তাই আগামী ৩১শে মার্চ,২০১৮ইং এর মধ্যে স্থায়ীকরণ সহ পূনাঙ্গ কাজটি সম্পন্ন করে এফপিআইদের সিলেকশন গ্রেড নিশ্চিত করতে হবে। ৬। পুর্বে প্রচলিত বিধান মোতাবেক এফডাব্লিএদের এফডাব্লিভি পদে ইনসার্ভিস ট্রেনিং এর সুযোগ ও ডেপুটেশনের মাধ্যমে পদায়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাই অবিলম্বে আমাদের এই ছয়দছা দাবী সরকার না মানলে আমরা ১এপ্রিল, ২০১৮ইং তারিখে পরিবার পরিলকল্পনা অধিদপ্তর ঘেরাও সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকব।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6972357131020463293

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item