পঞ্চগড়ে করতোয়া নদী ড্রেজিং এর বালি ও পাথর প্রভাবশালীদের হরিলুট

সাইদুজ্জামান রেজা, পঞ্চড় প্রতিনিধি: পঞ্চগড় বোদা উপজেলার করতোয়া নদী  চর অপসারনের বালি ও পাথর প্রভাবশালীদের হরিলুট। গত ৮ ফেব্রুয়ারি ড্রেজার মেশিনে চর অপসারনের উদ্বোধন করা হয়েছে। ড্রেজিং কৃত মাটি ও বালি নদীর দুই ধারে রাখার নিয়ম থাকলে ও সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি (প্রায় ৪০ টি)ড্রেজার মেশিনের মুখে নেট বসিয়ে পাথর, (সরিয়ে নেয়া হচ্ছে) মাটি ও বালি ট্রাক-ট্রাক্টর যোগে বিক্রি করছে কিছু অসাধু  ব্যাক্তি। তথ্যমতে প্রতিদিন গড়ে আয় ২ লক্ষেরও বেশি  টাকার পাথর বালি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা।  জানা গেছে, নদী ড্রেজিং এর মাটি ও বালি ভূমি উন্নয়ন বা সরকারি কোন উন্নয়ন কাজে ব্যবহার করা যাবে। পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বোদা উপজেলার নাজিরগঞ্জ সাবেক দইখাতা ছিটমহল এলাকার  করতোয়া নদীর চর অপসারনের জন্য  ৯ কোটি ৩৪ লক্ষ  ৩১ হাজার ৬শ টাকা চুক্তিমূল্যে ৫ হাজার মিটার কাজ করবে ঠিকাদারী প্রতিষ্ঠান ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়নগঞ্জ।  স্থানীয় প্রভাবশালী শ্যামল বলেন, ড্রেজিং এ আমার প্রায় ৭ লক্ষ টাকা ব্যায় হয়েছে  তাই পাথর ও বালি বিক্রি করছি। ঠিকাদারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি মশিউর রহমান বলেন, আমি এ বিষয় কিছু জানিনা আপনি স্থানীয় প্রসাশনের সাথ কথা বললে ভালো হবে। এ বিষয়ে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান বলেন, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3005169852194922630

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item