নীলফামারীতে বালিকাদের বাইসাইকেল ও ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি-
“সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস,২০১৮ উদ্যাপন উপলক্ষে ইউএসএস এর আয়োজনে ও ডিয়াকোনিয়ার সহায়তায় গত ১০ মার্চ, ২০১৮ নীলফামারী জেলার সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বালিকাদের বাইসাইকেল ও ফুটবল প্রতিযোগিতা। বাইসাইকেল প্রতিযোগিতায় ককই বড়গাছা  পিসি উচ্চ বিদ্যালয় ও দুবাছুরী  বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০জন বালিকা অংশগ্রহন করে এবং ফুটবল প্রতিযোগিতায় উক্ত দ্ইু বিদ্যালয়ের ফুটবল টিম অংশ গ্রহন করে। ফুটবল প্রতিযোগিতায় ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয় ২-১গোলে ও দুবাছুরী বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ককই বড়গাছা  পিসি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুকুমার রায়, প্রধান শিক্ষক গনপতি রায়, দুবাছুরী  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র এছাড়াও উপস্থিত ছিলেন ইউএসএস এর নির্বাহী পরিচালক জনাব আলাউদ্দিন আলী,  বাংলাদেশ নারী যোগাযোগ কেন্দ্র এর প্রতিষ্ঠাতা সুলতানা বেগম, উন্নয়ন সংস্থা ডিয়াকোনিয়া এর সুইডেন প্রতিনিধি মিস মার্টিনা, ডিয়াকোনিয়া বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মাজহার ইসলাম, ফাইনান্স অফিসার, মোঃ ওহেদুজ্জামান এবং স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ধান ব্যাংক সদস্য, গণ-গবেষনা ফোরাম সদস্য, কিশোর-কিশোরী ফোরাম সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আশেপাশের গ্রামের প্রায় ৩ হাজার নারী-পুরুষ উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উপভোগ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6089960225852329858

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item