নীলফামারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৫মার্চ॥
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে আজ বৃ¯পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেম্বার ভবনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে চেম্বারের সাবেক সভাপতি প্রকৗশলী সফিকুল আলম ডাবলু, জেলা বাজার অনুসন্ধ্যানকারী এরশাদুল আলম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, জাতীয় মহিলা সংস্থা নীলফামারীর চেয়ারম্যান রাবেয়া আলীম, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) নীলফামারী জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান দুলাল, সাধারণ স¤পাদক মঞ্জুরুল আলম সিয়াম, জেলা হোটেল মালিক সমিতির সভাপতি ফারুক ভুইয়া বক্তব্য দেন আলোচনা সভায়।নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব রেজা শাহরিয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল হক।নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্যাবের সহযোগিতায় কর্মসূচিতে বিভিন্ন উন্নয়ন সংস্থা ছাড়াও জেলা শহরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।#

পুরোনো সংবাদ

নীলফামারী 4128072409341212283

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item