নীলফামারীতে দূর্নীতি না করার শপথ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ মার্চ॥দূর্নীতি না করার শপথ নিয়েছে নীলফামারী জেলা শহরের নূতন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাড়ে ৪শ শিক্ষার্থী।আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্ত্বরে এক অনুষ্ঠানে ওই শপথ নেয় তারা। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করায় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী জান্নাতুন নাঈম।
এর আগে সেখানে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে দূর্নীতি বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, সদস্য আমিনুল হক, সাংবাদিক নুর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি আকতারুল আলম  প্রমুখ।
দুপ্রক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জেলায় শুরু হয়েছে দুর্নীতি বিরোধী সপ্তাহ উদযাপনের আনুষ্ঠানিকতা, চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। তারই অংশ হিসেবে ওই বিদ্যালয়ে দূর্নীতি বিরোধী শপথ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপ্রক সভাপতি আবুল কালাম মোহাম্মদ ফারুক বলেন, শিক্ষার্থীদের মধ্যে দূর্নীতি বিরোধী বোধ তৈরিতে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শিশু কিশোর বয়স থেকে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা জন্মালে সেটি আজীবন ধারণ করতে পারবে।’

পুরোনো সংবাদ

নীলফামারী 5919226951507371372

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item