ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে নীলফামারী সরকারী কলেজে মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৬ মার্চ॥
শিক্ষাবিদ ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে নীলফামারী সরকারী কলেজে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য দেন- নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ভুঁইয়া, কলেজ শিক্ষক পরিষদের স¤পাদক জাহিদুল ইসলাম, গণিত বিভাগের প্রধান ওবায়দুল আনোয়ার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান ও কলেজ ছাত্রলীগের সাধারণ স¤পাদক জুবাইর হোসেন জীম।অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক ওহিদুল হক।এ সময় অধ্যক্ষ দেবী প্রসাদ রায় বলেন, একটি অপশক্তি প্রগতিশীল মানুষ শিক্ষাবিদ জাফর ইকবালের উপর হামলা চালিয়েছে। এরা যুক্তিতে না পেরে পেছন দিক দিয়ে হামলা করে মানুষকে হত্যা করে। এদের রুখতে হবে, শেখর উপড়ে ফেলতে হবে।অতিদ্রুত হামলাকারীসহ আস্কারা প্রদানকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 3953806070492159991

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item