নীলফামারীতে দুই দিনের পরিবার পরিকল্পনা মেলা শুরু


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৪মার্চ॥ পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে শুরু হয়েছে দুই দিনের পরিবার পরিকল্পনা মেলা। আজ বুধবার বেলা ১২টার দিকে শহরের উম্মুক্ত মঞ্চে মেলার উদ্বোধন করেন পরিবার পরিকল্পনার রংপুর ও রাজশাহী বিভাগের পরিচালক মলয় কুমার রায়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে বক্তৃতা করেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম,  জেলা পরিববার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম, জেলা জাতীয় মহিলা পরিষদের সভাপতি রাবেয়া আলীম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম জানান, সকল শ্রেণী পেশার মানুষের কাছে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দুই দিন ব্যাপী ওই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ২০টি স্টলে সরকারী ও বেসরকারী দপ্তর অংশগ্রহন করেছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। #

পুরোনো সংবাদ

নীলফামারী 1754340542383941028

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item