নীলফামারীতে সাবেক ছাত্র নেতার স্মরণ সভা



ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৪ মার্চ॥ নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মরহুম রকিবুল আলম লিটনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল পাঁচটার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ওই সভার আয়োজন করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করে বক্তৃতা দেন সাবেক সংসদ সদস্য মো. জোনাব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহসভাপতি খোকারাম রায়, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরি সদস্য হোসেন সোহেল রানা, সাবেক ছাত্র নেতা আবুল কালাম আজাদ, কামরুজ্জামান, মো. রফিকুল ইসলাম,  ওয়াদুদ রহমান, দীপক চক্রবর্তী প্রমুখ।
বক্তারা আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মেধাবী ছাত্র নেতা রকিবুল আলম লিটনের সক্রিয় অংশগ্রহনের কথা তুলে ধরে বলেন, ১৯৮১ সালে অষ্টম শ্রেণীতে পড়ার সময়ে ছাত্র রাজনীতিতে তাঁর হাতেখড়ি। সাফল্যেরসাথে লেখাপড়ার পাশাপাশি ১৯৮৫ সালে জেলা জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৮৮ সালে সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে নীলফামারী সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সংগ্রাম পরিষদের প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।
মেধাবী ওই ছাত্রনেতা ১৯৯৮ সালের ২৪ সেপ্টেম্বর নীলফামারী আলিয়া মাদ্রায় সহকারী শিক্ষক পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালের ৮ ডিসেম্বর দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে অকালে মৃত্যুবরণ করেন তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 5806996266402174435

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item