মাদকের বিরুদ্ধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীতে প্রশাসনের পক্ষে প্রেস ব্রিফিং

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১ মার্চ॥
“জীবন কে ভালবাসুন,মাদককে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এই প্রেস ব্রিফিং আয়োজন করে। নীলফামারীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং এ সভাপতিত্ব করেন সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এতে স্বাগত বক্তব্য দেন সহকারী জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়।আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আজাহারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারীর পরিদর্শক খবির আহমেদ।এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের তাহমিন হক ববি, আরটিভির হাসান রাব্বী, ইত্তেফাকের শীষ রহমান,মাই টিভির আজিজুল বুলু, এটিএন বাংলার মামুন রহমান, সংবাদের আতিয়ার রহমান, পরিবর্তন ডটকমের নুর আলম, দৈনিক খোলা কাগজের মোশাররফ হোসেন প্রমুখ।
সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক খবির আহমেদ জানান, শতকরা ৫শতাংশ মানুষ মাদকের সাথে জড়িত। এদের মধ্যেই কেউ বিক্রেতা, কেউবা ক্রেতা। তারাই পরিবেশকে কলুষিত করছে।তিনি বলেন, জনগোষ্ঠির বৃহৎ অংশই মাদকের বাইরে রয়েছেন। আমরা তাদের ভালো রেখে সমাজ থেকে মাদককে নিয়ন্ত্রণ করতে চাই। নীলফামারীতেও একটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।দফতরটি সূত্রে জানা যায়, গেল দুই বছরে (২০১৬ ও ২০১৭ সাল) নীলফামারী জেলায় ১ হাজার ৯৫৮বোতল ফেনসিডিল, ৪৮৯ গ্রাম গাঁজা, ৩৬৯ গ্রাম হেরোইন এবং ১০হাজার ১১৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারের সাথে পুলিশ, র‌্যাব, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জড়িত রয়েছে।মাদকের বিরুদ্ধে নীলফামারী জেলা প্রশাসন জিরো টলারেন্স’ উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন, মাদকের কারণে যাতে যুব সমাজ ধ্বংস না হয় সেজন্য সবাইকে খেয়াল রাখতে হবে।যেখানেই মাদক সেখানে তাৎক্ষনিক ভাবে অ্যাকশন নেয়া হবে।জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ নীলফামারীতে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সংবাদ কর্মীরা অংশগ্রহণ করেন।#

পুরোনো সংবাদ

নীলফামারী 2595878667278146855

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item