নির্বাচন অফিসারের গাফিলাতি, নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউনিয়নের উপ-নির্বাচন স্থগিত

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের৭নং ওয়ার্ডে উপ-নির্বাচন২৯ মার্চ বৃহস্পতিবার। সকল প্রকার প্রচারণা শেষে নির্বাচনের প্রস্তুতিও নিয়েছেন প্রাথৃীরা। কিন্তু হঠাৎ স্থগিত করা হলো এ নির্বাচন। নির্বাচন অফিসার শাহজাহান মানিকের স্বৈরচারী, খামখেয়ালীপনা এবং গাফিলাতিরকারনেই এ উপ নির্বাচন স্থগিত হয়েছে বলে অভিযোগ নির্বাচনে অংশ নেয়া ৩ প্রার্থীর।জানা গেছে উক্ত ওয়ার্ডে ইউপি সদস্য আব্দুল আউয়ালের মৃত্যুর কারনে উপনির্বাচনের তফসীল ঘোষনা হয়। তফশীল অনুসারে সদস্য প্রার্থীমো. বাবুল (ঘাটিয়াল) নিজ প্রতীক মাছ পেয়েপোস্টার, মাইকিং, খুলি বৈঠক, ভোটরদের সাথে কুশল বিনিময়সহ সকল প্রকারপ্রচারনা চালায়। নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করলে ২৯মার্চ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এমতাবস্থায়নির্বাচন অফিসার জানায় ব্যালট পেপারে মাছ মার্কা প্রতীক নেই। নির্বাচন অফিসারের এমন খামখেয়ালীপনায়প্রার্থী বাবুল হতাশ হয়ে পড়েন।অবশেষে সেই বহুল আলোচিত দুর্নীতিবাজ নির্বাচন অফিসার এ উপ-নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। এ বিষয়ে প্রার্থী বাবুর ঘাটিয়াল বলেন, শুরু থেকে আমি মাছ মার্কার প্রচারণা চালিয়ে আসছি। এর মধ্যে নির্বাচন অফিসার একদিন এসে মাঠ পরিদর্শন করে গেছেন।  নির্বাচনকে ঘিরে সকল প্রকার প্রস্তুতিও নিয়েছি, হঠাৎ বুধবার রাতে জানতে পেলাম আমার মাছ প্রতীক নেই। এখন নাকি মোড়গ। নির্বাচনে আমার অবস্থান ভালো ছিলো।চক্রান্তমূলকভাবে এ কাজ করা হয়েছে। অন্য ২ প্রার্থী আবুল কালাম আজাদ (ফুটবল) এবং আকতার হোসেন আমিন (তালা)বলেন, নির্বাচন স্থগিত করার কারনে আমাদের আর্থিক, মানসিক ও শারিরীকসহ সবদিক থেকে ক্ষতিগ্রস্থ হতে হলো। উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক বলেন, প্রিন্টিং মিসটেকের কারনে এমনটি হয়েছে। তাই ২৯ মার্চ নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ^াস বলেন, সামান্য একটি ভুলের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন অফিসারের ব্যর্থতা মানেই আমার ব্যর্থতা। এ ব্যর্র্থতা আমাদেরকেই মাথা পেতে নিতে হবে।

পুরোনো সংবাদ

নির্বাচন 4509007590498379311

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item