নীলফামারীর কিশোরগঞ্জে সেবা সপ্তাহ পালন

মোঃ শামীম হোসেন বাবুকিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উত্তরন উপলক্ষে অভিবাসনে পিছিয়ে পড়া বাংলাদেশের  ৮ বিভাগের  ৮ টি উপজেলার মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়  সেবা, সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের  আয়োজনে  সকাল ১১ ঘটিকায়  উপজেলা পরিষদ হলরুমে প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয কর্তৃক সেবা সপ্তাহ পালন উপলক্ষে  নীলফামারী জেলা প্রশাসক খালেদ রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এনডিসি,সচিব ডঃ নমিতা হালদার, এসময় আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, প্রবাসি কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আবেদ হাসান, নীলফামারী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামছুল আজম, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস  অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন বাবুল প্রমুখ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ডঃ নমিতা হালদার বলেন, আমাদের দেশের  নাগরিকরা বিদেশে গিয়ে বিভিন্ন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। আমি নিজে সৈদিআরবে গিয়ে বাংলাদেশের নাগরিকদের বিভিন্নভাবে নির্যাতনের কর্মকান্ড পর্যবেক্ষন করেছি। আর যাতে কোন নাগরিক বিদেশে গিয়ে নির্যাতনের স্বীকার না হয় সেজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন জায়গায় জেলা উপজেলায় রিক্রুডিং এজেন্সি নিয়োগ ও প্রশিক্ষন কেন্দ্র চালু করা হবে। যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা যেন সেই দেশের ভাষা শিখে সম্মানের সাথে ভাল কাজ করতে পারে সে ব্যাবস্থা করা হবে। সেবা সপ্তাহ শেষে সচিব কিশোরগঞ্জ উপজেলার চা বাগানগুলো পরিদর্শন করেন।



পুরোনো সংবাদ

নীলফামারী 4693003066316153672

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item