জলঢাকায় উপজেলা প্রশাসনের আনন্দ র‍্যালিতে সর্বস্তরের মানুষের ঢল

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"স্বল্পোন্নত দেশের স্টাটাস হতে উন্নয়নশীল" দেশের মর্যাদা অর্জন করায় আনন্দ র‍্যালি করেছে  উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ থেকে  একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এই  র‍্যালি ও কর্মসুচিতে উপজেলায় কর্মরত সকল সরকারী, বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী, সহকারী কমিশনার (ভুমি) জহির ইমাম, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ও অধ্যক্ষ আবেদ আলী প্রমুখ। উল্লেখ্য গত ১৭মার্চ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের ক্রমাগতভাবে উন্নয়ন দেখে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4424997071058569514

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item