একাধিক মামলার আসামী জামাত নেতাকে অধ্যক্ষ পদে পুনর্বহাল করায় ফুসে উঠেছে জলঢাকাবাসী

নিজস্ব প্রতিনিধি ॥
জলঢাকা আইডিয়াল কলেজে অধ্যক্ষ হিসেবে জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য সাবেক জেলা আমীর ও   নাশকতা, দুর্নীতিসহ একাধিক মামলার আসামী সাময়িক বরখাস্ত কৃত অধ্যক্ষ আজিজুল ইসলামকে দীর্ঘ ১১ বছর পর স্বপদে পুনর্বহাল করায় ফুসে উঠেছে আওয়ামীলীগ সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাধারন মানুষ। এর প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বুধবার সন্ধায়  উপজেলা রিকসা শ্রমিকলীগের উদ্দোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। যুবলীগ নেতা এনামুল হক'র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল ও উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শাহিনুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সালাহ উদ্দীন কাদের প্রমুখ। সমাবেশে বক্তারা ১২মার্চের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠি প্রদর্শন করে বলেন ঐ চিঠিটি ডাকযোগে আসার আগেই তড়িঘড়ি করে কিসের বিনিময়ে ও কার ইশারায় ১৩ মার্চ বরখাস্ত কৃত জামাত নেতা আজিজুল ইসলামকে অধ্যক্ষ হিসেবে স্বপদে পুনর্বহাল করা হল। তারা আরো বলেন স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফা'র মনোনিত সভাপতি আব্দুল মান্নান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম তাকে স্বপদে পুনর্বহালের জন্য তাদের আপত্তি নাই মর্মে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পত্র প্রেরন করেছে তা কিসের বিনিময়ে জলঢাকাবাসী তা জানতে চায়। সমাবেশে বক্তারা জামাত নেতা আজিজুল ইসলামকে অবিলম্বে বরখাস্ত ও গ্রেফতার করার দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলে স্থানীয় এমপিসহ জড়িতদের অবাঞ্চিত ঘোষনা করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1844219472210254171

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item