জলঢাকায় অবাধে চলছে লাইসেন্সবিহীন টলি।। বাড়ছে দুর্ঘটনা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃকিশোররাও এখন চালক। আর চালকদের নেই কোনও ড্রাইভিং লাইসেন্স। গাড়ির লাইসেন্স কি তা এখনও বোঝেননা অনেক চালকেই। টলিতে বিভিন্ন মালামাল লোড-আনলোডকারী লেবাররাই কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে ড্রাইভার। তাই প্রতিনিয়তই ঘটছে সড়ক দূর্ঘটনা। সাধারন মানুষ থেকে শুরু করে এনজিও কর্মী,স্কুল শিক্ষার্র্থী এমনকি পুলিশও রক্ষা পায়নি এই লাইসেন্সবিহীন টলির অদক্ষ ড্রাইভারদের হাত থেকে। ফলে অকালেই ঝড়ে পড়ছে অনেক তাজা প্রাণ। নীলফামারীর জলঢাকায় ট্রাফিক পুলিশদের সামন দিয়ে বেপরোয়া গতিতে চলছে এসব লাইসেন্সবিহীন টলি। আর এসব টলি দীর্ঘদিন ধরে ঝুকিপুর্ণ অবস্থায় ইট,সিমেন্ট,বালুসহ বিভিন্ন মালামাল অতিরিক্ত নিয়ে চলাচল করলেও কোনও পদক্ষেপ নিচ্ছেন না ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। লাইসেন্সবিহীন টলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানান,জেলা পুলিশ পরিদর্শক (ট্রাফিক) সেলিম আহম্মেদ। এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,‘‘টলি অবৈধ যানবাহন এগুলোর বিরুদ্ধে অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’।

পুরোনো সংবাদ

নীলফামারী 5681226668126659535

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item