জলঢাকায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন।

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু সমাবেশ ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়।শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
“বঙ্গবন্ধুর জন্মদিন, রঙ ছড়ানো আলো লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি জহির ইমাম, ঊপজেলা আঃলীগের সভাপতি আনছার আলী মিন্টুু, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের সাবেক সভাপতি হামিদুর রহমান, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, বিএমআই কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবেদ আলী ও উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


পুরোনো সংবাদ

নীলফামারী 7130654095392343122

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item