গাইবান্ধা-১ সংসদ উপ-নির্বাচন-নিচ্ছিন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা ভোট কেন্দ্র

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
১৩ই মার্চ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনকে ঘিরে নিচ্ছিন্দ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে ভোট কেন্দ্র গুলো।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র গুলো ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করণে  ২৫ জন মেজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবি সার্বক্ষনিক টহলে নিয়োজিত থাকবে। এছাড়া ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা বিধানে এক হাজার ৭৬০ জন পুলিশ ও ৮৭২ জন আনছার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এ নির্বাচনে ১০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৩টি অধিক ঝুকিপূর্ণ ও ২৬টি ভোট কেন্দ্রকে সাধারণ ঝুঁকিপূর্ণ বলে সনাক্ত করেছেন প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতহীন অবস্থায় নির্বাচন উপহার দিতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন। জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।  

পুরোনো সংবাদ

নির্বাচন 3077308576498283616

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item