ডোমারে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-ঃ
“ মানসম্মত শিক্ষা ,শেখ হাসিনার দীক্ষা ” - এই স্লোগানকে সামনে রেখে  নীলফামারীর ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাংগনে আজ সোমবার  দুপুর ১২ টায় মা সমাবেশ ও কৃতি শিক্ষাথীদের্র সংবর্ধনা  হয়েছে । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয়  সর্ম্পকিত  সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি  মো ঃ মোতাহার হোসেন ।ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে এ অনুষ্টানে বক্তব্য রাখেন নীলফামারী -১  (ডোমার -ডিমলা ) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বসুনীয়া ,আওয়ামীগের উপজেলা সভাপতি অধ্যাপক(অবঃ)খায়রুল আলম বাবুল ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরন নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ,মা আলেয়া বেগম,রিতা বেগম ,নাসরিন আকতার প্রমুখ ।
সংসদ সদস্য ও প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয়  সর্¤úকিত  সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি  মো ঃ মোতাহার হোসেন বক্তব্যে বলেন,জননেত্রী শেখ হাসিনার নিদের্শে  মাদের উদ্ধুধ করতেই  এই মা সমাবেশ ।যে বাড়ির মা যত শিক্ষিত সে বাড়ি তত শিক্ষিত ।বিদেশে সব কাজ নিজে করে সবাই।আমাদেরও নিজের সব কাজ করতে হবে ।আমার কাজ আমিই করব ।এ জন্য স্কুল কাউন্সিল আমরা শুরু করেছি ।আমরা বিভিন্ন পরিসংখানে দেখছি গরীবের ছেলেমেয়েরাই বেশী শিক্ষিত হচ্ছে ।সে জন্য আমরা স্কুল ফিডিং শুরু করেছি ।আমরা বই উৎসব করছি প্রতি বছর ।প্রাথমিক স্কুলে দপ্তরি নিয়োগ দেওয়া হয়েছে ।প্রাক- প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে ।কমিউনিটি ক্লিনিকে প্রতি বছর ৫৫ হাজার টাকার ৩২ রকম ঔষধ দেওয়া হচ্ছে ।দেশের ৪০ ভাগ জনগন সরকারী বিভিন্ন ভাতার আওতায় সুবিধা পাচ্ছে । তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,আপনারা সেই হ্যামিলনের বাঁশী ওয়ালা হোন,তাহলেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে । উপস্থিত মাদের উদ্দেশ্যে ,জননেত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার পক্ষে সমর্থন চান ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 440908220258645014

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item