ডোমারে চুরি যাওয়া রাস্তার গাছ স-মিল থেকে উদ্ধার।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে বনোয়ারীর মোড় এলাকার মোনার স-মিল থেকে সরকারী গাছের চোরাই কাঠ উদ্ধার করেছে ডোমার থানার পুলিশ। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্স বনোয়ারী মোড়ের মেসার্স শালকী স-মিল নামক (মোনার মিল) এ অভিযান চালিয়ে শীল কড়াই, মেহেগুনি, জিগিনিসহ অন্যান্য জাতের ২৪ পিছ রাস্তার চুরিকৃত গাছের লক উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হায়দার আলী জানান, গত সপ্তাহে ডোমার ছোট রাউতা আন্ধারুর মোড় এলাকায় রাস্তায় লাগানো সরকারী গাছ চুরি হয়। এ বিষয়ে জেলা পরিষদ বাদী হয়ে থানায় মামলা করে।


মামলার তদন্তের পরিপেক্ষিতে চোরাইকৃত গাছগুলো মোনার মিলে আছে মর্মে নিশ্চিত হই এবং ওসি সাহেবের নির্দেশে তা উদ্ধার করি। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তিরি আরো বলেন, চোরাইকৃত গাছের সাথে মিল মালিক জাড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে মিল মালিক গোলাম কাইয়ুম @ মাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মিল মালিক গোলাম কাইয়ুম @ মাইকেল বলেন, মালগুলো চান্দিনা পাড়া এলাকার লিটন পাইকার রেখেছে। এখানে অনেকেই মাল রাখে, কোনটা আসল আর কোনটা চোরাই বুঝার উপায় নাই। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জন মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5416377875929069838

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item