মধ্যপাড়া পাথর খনিতে ৯নং স্টোপের শুভ উদ্বোধন করলেন খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকেল্পে গতকাল শুক্রবার সকাল ১১টায় খনি চত্বরে প্রতিমাসে ১লক্ষ ২০ হাজার  পাথর উত্তলনের লক্ষ্যে জিটিসির ব্যাবস্থাপনায় নির্মানকৃত ৯নং স্টোপ হতে পাথর উত্তলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্্ুযৎ ,জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জিটিসি’র চেয়ারম্যান ডা.সিরাজুল ইসলাম কাজী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদুৎ, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেট্রোবাংলা চেয়ারম্যান আবুল মনসুর ফয়েজ উল্লাহ,বিদুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব ও এমজি এমসিএল বোর্ড এর চেয়ারম্যান রুহুল আমিন ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিটিসির প্রকল্প পরিচালক মি: আলিসকসেন্দো মালসভ,চিফ অফ মাইন অপারেশন ইউরি দেভিয়াতভ,মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কো: লি: এর ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএম নুরুল আওরঙ্গজেব, জিএম অপারেশন আসাদুজ্জামান আসাদ, জিটিসির মহাব্যাবস্থাপক জাবেদ সিদ্দিকি ও জামিল আহম্মেদ সহ এমজিএমসিএল এবং জিটিসির কর্মকর্তা বৃন্দ।

পুরোনো সংবাদ

নির্বাচিত 8716797234678468172

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item