দিনাজপুরের ৬ উপজেলার ক্যাবল অপারেটরদের পুর্ণমিলনী অনুষ্ঠিত

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে আন্ত: উপজেলা ক্যাবল অপারেটরদের নিয়ে উৎসব মুখর পরিবেশে এক পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় স্থানীয় সরকারী কলেজ শহীদ মিনার চত্বরে ক্যাবল অপারেটর এ্যাসোসিয়েশন অব ফুলবাড়ী (কোয়াফ) এর আয়োজনে জেলার ছয় উপজেলার ক্যাবল অপারেটর ও ফিড অপারেটরদের নিয়ে আন্ত: উপজেলা ক্যাবল অপারেটর এই পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

ক্যাবল অপারেটর এ্যাসোসিয়েশন অব ফুলবাড়ী (কোয়াফ) এর সভাপতি ও স্থানীয় স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক জারজিস আহমদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তাফিজার রহমান ফিজার (এম,পি)।

তিনি তার বক্তব্যে বলেন সরকারী বিধি মোতাবেক বিটিভি কর্তৃক কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬/২০১০অনুযায়ী লাইসেন্স কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করতে হবে এবং অনুমোদন বিহিন এমন চ্যানেল চালানো থেকে বিরত থাকতে হবে। সেই সাথে সংঘাত মুক্ত ক্যাবল ব্যাবস্যা করারও পরামর্শ প্রদান করেন তিনি। পরে  প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী ডিজিটাল ক্যাবল টি,ভি কন্ট্রল এর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি হায়দার আলী শাহ্, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব,শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ শাহ মোঃ জিল্লুর রহমান,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, ক্যাবল অপারেটর এ্যাসোসিয়েশন অব ফুলবাড়ী (কোয়াফ) এর সাধারন সম্পাদক লাইজু,উপজেলা প্রেসক্লাব সভাপতি হারুন-উর-রশীদ প্রমুখ।

এ সময় বিভিন্ন সুধিজন,প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং ছয় উপজেলার সকল ক্যাবল অপারেটর ও ফিড অপারেটররা উপস্থিত ছিলেন। পরিশেষে সংগঠনের আয়েজনে এক মনঙ্গ স্বাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধায়নে ছিলেন সংঠনের অন্যতম সদস্য ও স্থানীয় স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার সুমন আহম্মেদ এবং সংগঠনের সদস্য এবং চ্যানেল এস প্রতিনিধি নাজমুল হাসান রতন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5497399240619969439

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item