বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্মবার্ষিকী, ব্যাপক প্রস্তুতি

মামুনুররশিদ মেরাজুল ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ

আগামী ১৬ ফেব্র“য়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্ম বার্ষিকী পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পীরগঞ্জের ফতেপুরে ‘মিয়াবাড়ী’তে চলছে বাড়ীঘর ও কবরস্থান রং করনের কাজ। ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের আয়োজনে ওই অনুষ্ঠানে দুপুর আড়াইটায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী দোয়া মাহফিলে অংশ নিবেন। এ দিন ড. এমএ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর জেলা ও উপজেলা আ’লীগসহ বিভিন্ন সংগঠন প্রয়াতের কবরে পুষ্পমাল্য অর্পন, কবর জেয়ারত, স্মৃতিচারণ করবে। দোয়ার পর গরীবদের মাঝে খাবার বিতরন করা হবে। অপরদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও’র কার্যালয়ে ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী সরকারীভাবে পালনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউএনও কমল কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সরকারী কর্মকর্তাবৃন্দ, পৌর আ’লীগ সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবি নেৃতবৃন্দ।
উলে¬খ্য, ১৯৪২ সালের ১৬ ফেব্র“য়ারী ড. এমএ ওয়াজেদ মিয়া পীরগঞ্জের ফতেপুরস্থ মিয়াবাড়ীতে জন্মগ্রহন করেন। ২০০৯ সালের ৯ মে তার বাবা আব্দুল কাদের মিয়া ও মাতা ময়জন্নেসা বিবির কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 3675227730330034060

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item