বোরো ধানের চারা সংকট কৃষকের দৌড়ঝাপ

 আব্দুল আওয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁও সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন সরজমিনে ঘুরে দেখা  যায় এবার প্রচন্ড শীতের কারনে বোরো ধানের বীজ ব্লাইট ও পচন রোগে ধানের চারা গুলো অধিকাংশই নষ্ট হয়ে গেছে। তাই কৃষকরা ধানের চারা সংকটে পরেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর  ইউনিয়নের ভেলাজান গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, ধানের বীচন নষ্ট হওয়ায় সে কুমিল্লা থেকে বোরো ধানের  চারা কিনে আনেন মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক আশরাফুল জানান ৪ একর মাটির বোরো ধানের আবাদের জমি তৈরী করেন কিন্তু ধানের  চারা অধিকাংশই নষ্ট হয়ে গেছে এখন সে গড়েয়া ও খোচাবাড়ী হাটে ধানের  চারা ক্রয়  করার জন্য গেলেও দাম হাত নাগালের বাইরে। গত বারের তুলনায় এবার  আমন ধানের ভালো দাম হওয়ায়  বোরো ও চায়না ধানের  চারা দাম অনেক বেশি। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের কৃষক মকছেদুল ইসলাম জানান তার ২ একর জমিতে বোরো ধানের চাষের সম্ভাবনা ছিল কিন্তু ধানের  চারা  সংকটের কারণে  ধান লাগাতে এবার হীমশিম খাচ্ছে,শুধু তাই নয় এই এলাকায় প্রায় কৃষক  চারার সংকটে রয়েছে,কৃষকরা তাদের চাহিদা মতো ধানের  চারার সংকটে ধান লাগাতে পাচ্ছে না।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  একে মাউদুদুল ইসলাম  জানান বোরো ধানের  চারা ক্ষতি হলেও এবার বোরো আবাদ  ঠাকুরগাঁও জেলায় ৬০৩১০ হেক্টর জমিতে আবাদের সম্ভাবনা আছে তবে এবার লক্ষমাত্রা রয়েছে ৪.০৯ হেক্টর জমিতে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 6600004217533509948

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item