সৈয়দপুরে সমাজসেবক আবু সাঈদ প্রামানিক যাদু’র ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সিটি ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের এ্যাসিসট্যান্ট ভাইস্ প্রেসিডেন্ট (এভিপি) মো. আবদুস্ সামাদ প্রামানিক এবং সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা সাবিহা খাতুন মনা’র বড় ভাই সমাজসেবক আবু সাঈদ প্রামানিক যাদু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না . . .  রাজিউন)।  তিনি  শনিবার রাত সাড়ে ৯ টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি মা, স্ত্রী, এক মেয়ে, তিন ভাই ও পাঁচ বোনসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর প্রামানিকপাড়া গ্রামের বাড়িতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মো. মোখছেদুল মোমিন,  সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ মো. সাখাওয়াৎ হোসেন খোকন, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেয়াজুল আলম রাজু, ও উপাধ্যক্ষ নজরুল ইসলাম খান কিশোর, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল আজিজ, বিএনপি’র নেতা অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, নীলফামারী বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, এ্যাড. এস এম ওবায়দুর রহমান, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হকসহ অন্যান্যরা শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 
 উল্লেখ্য, আবু সাঈদ প্রামানিক যাদু ছিলেন ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড, গণ-গ্রামীণ বীমা ডিভিশনের সৈয়দপুর শাখা ব্যবস্থাপক মো. নকিবুল ইসলামের ভাগিনা এবং  সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নুর মোহাম্মদ’র বড় শ্যালক।

পুরোনো সংবাদ

নীলফামারী 7190042820646743572

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item