সৈয়দপুর উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ(বুধবার) সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিস শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে  ও রহতমউল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই প্রতিযোগিতার আয়োজন করে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, মো. রুহুল আমিন প্রধান ও মোছা. মুসারাত জাহান মিলি, গোলাহাট রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম মুকুল, উত্তর সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহীদুল হক, তিনপাই- ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম উমর ফারুক প্রমূখ।
 এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি ইউনিট  ও পৌর এলাকার ১টি ইউনিটসহ মোট ৬ টি ইউনিটের শিক্ষার্থীরা ৫০টি ইভেন্টে অংশ নেয়। এদের মধ্যে বালকদের ২৫টি এবং বালিকাদের ২৫টি ইভেন্ট রয়েছে।
শেষে প্রতিযোগিতায়  বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
 অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক-শিক্ষিকা, উপজেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8404120898748597911

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item