সৈয়দপুরে পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের ৩৪ বছর পূর্তিতে চার দিনব্যাপী মুক্তমিলন স্কাউট সমাবেশের শুরু

 তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের ৩৪ বছর পূর্তিতে চার দিনব্যাপী (২২-২৫ফেব্রুয়ারি) মুক্তমিলন স্কাউট সমাবেশ শুরু হয়েছে। আজ(বৃহস্পতিবার) ২২ ফেব্রুয়ারি বিকেলে সৈয়দপুর রেলওয়ে মাঠে ওই মুক্ত মিলন স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মো. খালেদ রহীম।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ।
পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাব এর সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মো. আখতার হোসেন বাদল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম জাষ্টিস।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্কাউটসর্’ সাবেক কমিশনার ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. বখতীয়ার কবির এবং পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাব এর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বুলবুল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. কুতুব উদ্দিন আলো।
অনুষ্ঠানে রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার ও সৈয়দপুর রেলওয়ে জেলা স্কাউটস্ এর কমিশনার মো. আমিনুল হাসান, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাহাবাত আলী সাব্বু, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চার দিনব্যাপী মুক্ত মিলন সমাবেশ আয়োজন কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন মারুফ-বিন কবির।
সমাবেশের দ্বিতীয় দিনে আজ (শুক্রবার) সকাল ৮টায় রয়েছে পতাকা উত্তোলন ও স্কাউটস্ কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দপুর উপজেলা স্কাউটস্ এর সাবেক কমিশনার আলহাজ্ব মো. বখতীয়ার কবির। একই দিন সন্ধ্যা ৭ টায় রয়েছে সংগীত প্রতিযোগিতা। এতে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।        

পুরোনো সংবাদ

নীলফামারী 3304966692768592739

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item