সৈয়দপুরে হতদরিদ্র সদস্যদের মাঝে সেলাই মেশিন রিক্সা ও রিক্সাভ্যান বিতরণ

  তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে ৬৩ জন হতদরিদ্র সদস্যদের মাঝে সেলাই মেশিন, রিক্সা ও রিক্সাভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের সহযোগিতায় লাইভলিহুড সাপোর্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৈয়দপুর পৌরসভা চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
 এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে
 স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. মাহ্ফুজুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ মো. শাহীন আকতার, ব্র্যাকের নীলফামারী জেলা প্রতিনিধি   মো. রইস উদ্দিন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের রংপুর রিজিওনাল কো-অর্ডিনেটর মো. ইকবাল উদ্দিন। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো. শরিফুল ইসলাম টিটো।
অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর,বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ব্র্যাকের কর্মকর্তা-কর্মী,সাংবাদিকসহ সুবিধাভোগী হতদরিদ্র সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার অবাঙ্গালীদের ক্যাম্পে বসবাসকারী ৫০ জন হতদরিদ্র  সদস্যদের মাঝে সেলাই মেশিন, রিক্সা ও রিক্সাভ্যান বিতরণ করা হয়।  এ সবের মধ্যে রয়েছে ৫০টি সেলাইমেশিন, ৮টি রিক্সা ও  ৫টি রিক্সাভ্যান।   

পুরোনো সংবাদ

নীলফামারী 5536014371073258148

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item