সৈয়দপুরের পল্লীর এক বৃদ্ধ ২৭ দিন যাবৎ নিখোঁজ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরের পল্লীর এক বৃদ্ধকে গত ২৭ দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর নাম মো. ইউনুছ আলী (৬৫)। তাঁর বাড়ি  সৈয়দপুর উপজেলার  ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুর এলাকায়।
থানা দায়েরকৃত ডায়েরীতে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত এলাকার মো. ইউনুছ আলী। ওই বৃদ্ধ গত ২৮ জানুয়ারি বেলা ১১টার দিকে দিনাজপুরে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। ওই দিন থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর সকল আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর করেও আজ অবধি কোন সন্ধান মেলেনি।  তাকে খুঁজে না পেয়ে পরিবারের অনেকটাই ভেঙ্গে পড়েছেন। দিন রাত সারাক্ষণ তারা ওই বৃদ্ধের খোঁজে বিভিন্ন এলাকায় ছুঁটে বেড়াচ্ছেন। তাদের পরিবারের কর্তা ব্যক্তি ওই বৃদ্ধের ভাগ্যে কি ঘটেছে এই আশঙ্কায় তারা চরম হতাশায় দিন কাটছেন। নিখোঁজ হওয়ার সময় বৃদ্ধের পরণে ছিল সাদা চেক লুঙ্গি, কালো সোয়েটার ও সাদা চাঁদর। তাঁর গায়ের রং উজ্জ্বল শ্যামলা। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি।  
এ ঘটনায় নিখোঁজ বৃদ্ধের ছেলে মো. আলিয়ার রহমান গত ২২ ফেব্রুয়ারি সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। জিডি নম্বর:১১৯৭।
  সমাজের কোন সহৃদয়বান ব্যক্তি যদি  নিখোঁজ বৃদ্ধ ইউনুছ আলীর কোন সন্ধ্যান কিংবা  খোঁজ পেয়ে থাকলে  সৈয়দপুর উপজেলার  ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল চৌধুরীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2831599257612711917

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item