সৈয়দপুরে সামশুল হক মেমোরিয়াল একাডেমি ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে সামশুল হক মেমোরিয়াল একাডেমি ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) সকালে শহরের সাহেবপাড়া বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ এম এ মবিন সরকার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর আওয়ামী সভাপতি রফিকুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক প্রমূখ।
এতে অন্যান্যদের সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন,  সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, মো.রুহুল আমিন প্রধান, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাবিনা সালাম, সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আসাদ, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সামশুল হক মেমোরিয়াল একাডেমি ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক ও ট্রেড ইউনিয়ন নেতাবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।  
গোটা ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকা আরফিন আকতার। এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সামশুল হক মেমোরিয়াল একাডেমির ৫৪ টি ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ২০ ইভেন্টে ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।   

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3140861603778075495

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item