সৈয়দপুরে নকল চিপস্ কারখানা মালিকের ৫০হাজার টাকা জরিমানা

 তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে একটি নকল চিপস্ কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ (সোমবার) বিকেলে শহরের কুন্দল এলাকায় ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে ওই জরিমানা করে।
 ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের কুন্দল এলাকায় বাঁধন ফুড প্রডাক্টস্ নামের একটি চিপস্ কারখানা মালিক মো. আব্দুল হামিদ। তিনি বিএসটিআই থেকে তিনটি প্রডাক্টস্ তৈরির অনুমতি নিয়ে কারখানাটি খুলে বসে। এরপর থেকে কারখানা মালিক অতি গোপনে সেখানে বিভিন্ন নামকরা কোম্পানির প্রায় ১০টি প্রডাক্টস্ নকল করে তৈরি করে বাজারাজাত করে আসছিল। আজ সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত ওই কারখানায় অভিযান চালায়। অভিযানকালে সেখানে অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে নকল চিপস্, চকলেট,পাঁপড় ও অন্যান্য শিশু প্রডাক্টস তৈরি বিষয়টি দেখতে পায় ভ্রাম্যমান আদালত। পরে বিএসটিআইয়ের অনুমতি ছাড়া নকল চিপস্,পাঁপড়,চকলেটসহ অন্যান্য শিশু প্রডাক্টস্ তৈরি ও বাজারজাত করার অভিযোগে কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়াও ওই কারখানায় তৈরি বিভিন্ন মালামাল তাৎক্ষণিক সেখানে ধ্বংস করা হয়েছে।  এ ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার সরকার। এতে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলাম, সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা অংশ নেয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 6139133989436066215

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item