সৈয়দপুর শহরের বাইপাস সড়কে দূর্ঘটনায় নিহত - ৩

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে একটি প্লাইউড কারখানার ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ (রবিবার) বিকেলে সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ের সন্নিকটে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী মৃত. ছমির মামুদের ছেলে জিকরুল হক (৫০), ঢেলাপীর উত্তরা আবাসনের বাসিন্দা আসাদুল হক (৪৮) ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাাড়ার মফিজ উদ্দিনের ছেলে প্রেম (৩৫)। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর পরই এর চালক ও হেলপাররা সটকে পড়ে। পালিয়ে গেছে।
 এলাকা লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উল্লিখিত তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সৈয়দপুর- নীলফামারী বাইপাস সড়ক হয়ে ওয়াপদা মোড়ের দিকে যাচ্ছিলেন। তারা বিকেল আনুমানিক ৫টার দিকে  সৈয়দপুর - নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ের সন্নিকটে আহ্মেদ প্লাইউড কারখানার সামনে পৌঁছেন। এ সময় আহমেদ প্লাইউড কারখানার দ্রুতগতির একটি বড় ট্রাক্টর বিপরীত দিক থেকে এসে ওই কারখানার ভেতরে ঢোকার প্রাক্কালে মোটরসাইকেল আরোহীদের সজোরে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী জিকরুল হক ও আসাদুলের ঘটনাস্থলে করুণ মৃত্যু ঘটে। আর অপর মোটরসাইকেল আরোহী  প্রেমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় আশপাশের লোকজন। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা নিয়ে আসেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 4003458011704828783

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item