পাগলাপীরে ভাষা দিবসে ফুলের মালা বিক্রির হিড়িক ॥

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
রংপুরের পাগলাপীরে আন্তর্জাতিক মাতৃ ভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে জমে উঠেছে ফুলের মালা বিক্রির হিড়িক। সরেজমিনে গতকাল মঙ্গলবার ঘুরে দেখা গেছে পাগলাপীর বন্দরের গোলচত্ত্বরে সাইদ ফুল বিতান দোকানে উৎসুক ক্রেতা সাধারনের ভির। ১৯৫২এর সালাম জব্বার বরকত রফিক সহ সকল ভাষা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পাগলাপীর সহ অঞ্চলের আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, স্কুল কলেজ মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রয় করা হচ্ছে বিভিন্ন সাইজের ফুলের মালা। সাইদ ফুল বিতানের মালিক মোঃ আবু সাইদ সাংবাদিককে জানান ৩০০ টাকা থেকে উপরে ১০০০ টাকা পর্যন্ত মালা বিক্রি করা হচ্ছে তার দোকানে। তিনি জানান গত দু’দিনে বিভিন্ন সাইজের প্রায় শতাধিক মালা বিক্রি করেছেন। অবশ্য গত বছরের চেয়ে এবার বিক্রি হয়েছে একটু কম। এ ছাড়া ভাষা দিবসকে ঘিরে পাগলাপীরে বিভিন্ন নার্সারীতে জমে উঠেছে ফুলের মালা বিক্রি।

পুরোনো সংবাদ

রংপুর 3964375315571123925

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item