ভগিবালাপাড়া রহমানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে মতবিনিময়

হাজী মারুফ  ঃ
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আমরা প্রত্যেকেই আইনের প্রতিশ্রুদ্ধাশীল। আইন তার নিজ গতিত্বেই চলবে। এখানে কোন প্রকার হস্তক্ষেপ মেনে নেয়া হবেনা। তবে যেন নিরীহ, নিরাপরাধ ও অসহায় মানুষ গুলো হয়রানীর শিকার না হন সে দিক লক্ষ্য রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন সম্প্রতি ভগিবালাপাড়া রহমানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং একটি শিশু হত্যার যে ঘটনা ঘটেছে, তা অত্যান্ত ন্যাক্কার ও দুঃখ জনক। সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভগিবালাপাড়া এলাকায় অসন্তোষ বিরাজের প্রেক্ষিতে গত সোমবার সন্ধ্যায় রহমানিয়া নূরানী, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং চত্ত্বরে এলাকাবাসির সাথে এক মতবিনিময়  সভায় এ কথা বলেন । তিনি আরও বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় ভগিবালাপাড়া এলাকার থেকে ইতিমধ্যে সন্দেহ ভাজন যাদের আটক করা হয়েছে, প্রকৃত তদন্ত সাপেক্ষে এদের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে, নিরীহ ও অসহায় মানুষ যেন কোন প্রকার হয়রানীর শিকার না হয়, সে দিক লক্ষ্য রেখে অত্র এলাকার সাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। আলহাজ্ব মোঃ সামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফ্ফার, সাবেক ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব আব্দুর রহিম ও বিশিষ্ঠ ঠিকাদার কাহার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

রংপুর 5313015645912390259

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item