পীরগাছায় সরকারী অফিসে ২৪ ঘন্টা জাতীয় পতাকা উত্তোলন

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)প্রতিনিধি

রংপুরের পীরগাছায় একটি সরকারী অফিসে জাতীয় পতাকা ২৪ ঘন্টা উত্তোলন করে রাখা হচ্ছে। ফলে ভাষার মাসে জাতীয় পতাকা অবমাননার বিষয়টি নিয়ে এলাকাবাসী ও সচেতন মহলের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
গত সোমবার রাত ১০ টার দিকে উপজেলার কান্দি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার কান্দি ইউনিয়ন ভূমি অফিসটি নিয়মনীতির তোয়াক্কা না করে কর্মকর্তা-কর্মচারীরা নিজের ইচ্ছা মত পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে জাতীয় পতাকাও ইচ্ছা মত উত্তোলন ও নামানো হয়। এলাকাবাসী জানায়, গত তিন দিন ধরে ভূমি অফিসের সামনে এক টানা উত্তোলন করে রাখা হয়েছে জাতীয় পতাকাটি।
কান্দি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদার মেজবাহুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার ওয়াজেদ আলী জানান, জাতীয় পতাকা অবমাননা করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু জানান, জাতীয় পতাকা গর্বের প্রতিক। এ পতাকার অবমাননা করা রাষ্ট্রদ্রোহিতার সামিল। যারা একাজটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ।
বর্তমানে পীরগাছা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীর্ঘদিন থেকে দেশের বাহিরে রয়েছে। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘ দিন থেকে শূন্য থাকায় বিভিন্ন সরকারি অফিসে অব্যবস্থাপনা দেখা দিয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 5050526132375543070

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item