রংপুরে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালিত

হাজী মারুফ


ঃ  বই পড়ি স্বদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি রুহুল আমিন মিঞা। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণগ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়। পরে গ্রন্থাগারের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রশিদুল মান্নাফ কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. রিসিন পরিমল চন্দ্র বর্মন। সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. রেজাউল হক। স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান আবেদ আলী। এতে বক্তব্য রাখেন দর্শনা পাবলিক লাইব্রেরীর সভাপতি এস এম খলিল বাবু, অগ্রদুত গ্রন্থাগারের সভাপতি রেজাউল ইসলাম রেজা, মোনাজাত উদ্দিন গ্রন্থাগারের সভাপতি সিরাজুল ইসলাম, জ্ঞানালোক গ্রন্থাগারের সভাপতি নাসিম আহমেদ সনু প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়্ পুরো আয়োজনে রংপুরের বিভিন্ন গ্রন্থাগারের পাঠক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এতে অংশ নেন।

পুরোনো সংবাদ

রংপুর 2900491374395970173

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item