তিস্তায় নদী পথে নয় নৌ সড়কে যাতায়াত করছে লোকজন

সফিয়ার কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
খর ¯্রােতা তিস্তা এখন শীর্ন খালে পরিনত হয়েছে। ফলে উপজেলার তিস্তা নদীর প্রধান মহিপুর খেয়া ঘাট এখন সড়ক পথে পরিনত হয়েছে। বর্ষাকালে তিস্তা নদীর প্রশস্ততা ১ কি: মি: হতে ৫ কি: মি: পর্যন্ত হয়ে থাকে। তখন নদী পাড়াপাড়ে শ্যালো নৌকায় সময় লাগে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত। সেই প্রমত্তা তিস্তা এখন ধুধু বালু চরে পরিনত হয়েছে। কোথাও তিস্তায় হাটু পানি কোথাও বা আরও কম। ঘাট দিয়ে নদী পাড়াপাড়ে দিতে হয় টাকা। তাই অনেকেই বাহির দিয়ে পায়ে হেটে কিংবা মটর সাইকেলে নদী পার হচ্ছেন। তিস্তা নদীর সর্ববৃহৎ ঘাট উপজেলার মহিপুর কাকিনা রুটেও পানি শুকিয়ে গেছে। তাই ঘাট কতৃপক্ষ নদীতে কয়েকটি নৌকা দাড় করিয়ে রেখেছেন। লোকজন ওই নৌকার উপর দিয়ে পায়ে হেটে কিংবা যানবাহনে চরে নদী পার হচ্ছেন। পারাপাড়কৃত লোকজন যাতায়াতের এ ব্যবস্থাকে নদী পথ নয় নৌ সড়ক হিসেবে আখ্যায়িত করেছেন। গত ২ বছর পূর্বেও শুকনো মৌসুমে পানি না থাকায় বালুর বাধ দিয়ে পারাপাড়ের রাস্তা তৈরি করেছিলেন মহিপুর ঘাট কতৃপক্ষ। তখন লোকেরা নদী পাড় হলেও ঘাটে পরাপাড়ের টাকা দিতে চাইতেন না। তাই এবারে নৌকা দাড় করিয়ে তার উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলে জানালেন ঘাট কতৃপক্ষ। এবিষয়ে ঘাট ইজারাদার গোলাম রব্বানী বলেন তিস্তায় এখন নৌকা চলাচলের পানি নেই। তাই যেটুকু পানি আছে তার দুই ধারে রাস্তা তৈরি করে মাঝখানে হাটু পানির মধ্যে নৌকা বসিয়ে লোকজনের পারাপাড়ের  ব্যবস্থা করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 6698040941541893631

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item