রংপুরের পীরগাছায় গোপন আস্তানা থেকে ১১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার

ফজলুর রহমান, পীরগাছা(রংপুর)প্রতিনিধি

রংপুরের পীরগাছায় চোরাই মোটর সাইকেলের একটি গোপন আস্তানা থেকে পুলিশ অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। মঙ্গলবার ও বুধবার উপজেলার সদর ইউনিয়নের তালুক ইসাদ (চাকলার পাড়) গ্রামের পল্লী চিকিৎসক হাফিজার রহমানের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব মোটর সাইকেলগুলো উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ওই গ্রামের পল্লী চিকিৎসক হাফিজার রহমানের বাড়ি থেকে ৮টি ও পাশ্ববর্তী কুটিপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পল্লী চিকিৎসক মাসুদ রানার বাড়ি থেকে ৩টি বিভিন্ন মডেলের চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই চক্রের সদস্য এবং বাড়ির মালিকদ্বয় পালিয়ে যায়।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকায় মাসুদ রানার নেতৃত্বে একটি চক্র চোরাই মোটর সাইকেলের গোপন আস্তানা  গড়ে তোলে। পুলিশ এ পর্যন্ত ১১টি মোটর সাইকেল উদ্ধার করেছে। পুলিশী অভিযান অব্যাহত আছে।##

পুরোনো সংবাদ

রংপুর 919855726675388332

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item