পীরগাছায় দিন মজুর থেকে ভক্ত বাবা

ফজলুর রহমান, পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় এক কথিত ভক্ত বাবার প্রতারনার কবলে পড়ে সর্বশ্বান্ত হচ্ছে স্থানীয়রাসহ দূর-দূরান্তর থেকে আগত ভূক্তভোগীরা। স্থানীয় একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের সহায়তায় ওই কথিত ভক্ত বাবা একের পর এক অপকর্ম করেই চলেছে। যেন দেখার কেউ নেই।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চরতাম্বুলপুর গ্রামে মৃত মহির উদ্দিনের ঘরে জন্ম গ্রহণ করেন ছোবহান আলী। পরিবারের মধ্যে ছোবহান আলী(৫৫) পঞ্চম বলে জানা যায়। সেই সময় পিতার অভাবে সংসারে স্কুলের গন্ডিতে পা রাখতে পারেনি কথিত ভক্ত বাবা ছোবহান আলী। পৈত্রিক সুত্রে ছোবহান আলী ৩০ শতাংশ জমি প্রাপ্ত হন। অভাবের সংসারে ছোবহান আলী দিন মজুরী করে নিজের সংসার চালাতো। লোখাপড়া না করলেও ঘটনাক্রমে সে রাতারাতি নিজেকে এলাকায় ভক্ত বাবা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্নবোধ করেন। নিজে দিন মজুরী করলেও মানুষকে কোটিপতি বানানোর লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এরই মধ্যে অল্প সময়ে কথিত ভক্ত বাবা কৌশলে সাত সাতটি বিয়ে করেন। সাতটি বিয়ে করলেও তার বাড়িতে রয়েছে জোহরা নামে এক স্ত্রী। অন্যদিকে জহুরা  নামে তালাক দেয়া এক সাবেক স্ত্রীকে নিজ বাড়িতে রেখে দিয়েছেন রক্ষিতা হিসেবে বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। কথিত ভক্ত বাবা ছোবহান আলীর আর্শীবাদ পুষ্ট লোকজন বিভিন্ন কৌশলে কোটিপতি বানানোর কথা বলে দূর-দুরান্ত থেকে ভূক্তভোগীদের বাবার আসরে নিয়ে আসে এবং তাদের নিকটে থাকা টাকা কেড়ে তাড়িয়ে দেওয়া হয়। এর কেউ প্রতিবাদ করলে তাকে লাঞ্চিত কারাসহ এক পর্যায়ে মারপিট করারও ঘটনা ঘটেছে বলে জানা যায়। এভাবে আগত ভুক্তভোগীদের সর্বশান্ত করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ভক্ত বাবা প্রতিনিয়ত একের পর এক অপকর্ম করে আসলেও তাকে এলাকায় কেউ প্রতিরোধ করতে সাহস পাচ্ছে না। উপরন্ত কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে তাকে বিভিন্ন ধরনের হুমকিসহ তার নামে একাধিক মামলা দিয়ে হয়রানি করবে বলে জানান এলাকাবাসী। তাই এলাকাবাসী প্রতারক কথিত ভক্ত বাবাকে গ্রেফতার করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 7069549476435374763

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item