রংপুরে বিশ্ব বেতার দিবস পালিত

হাজী মারুফ


 বণার্ঢ্য র‌্যালী, বেতার শ্রোতা, শিল্পী ও কলাকুশলীদের সরাসরি অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে রংপুরে পালিত হলো বিশ্ব বেতার দিবস । ক্রীড়াঙ্গনে বেতার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বেতার ভবন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বনার্ঢ্য র‌্যালীর উদ্বেঅদন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল,উপ-আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশিদ, রাশেদ খান, মঈনউদ্দিন, বেতারের আঞ্চলিক প্রকৌশলী আলাউদ্দিন তালুকদার ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, রংপুর সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক আফতাব হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, মকসুদার রহমান মুকুলসহ বেতারের শিল্পী ও কলাকুশলীরা। পরে শ্রোতাদের উপস্থিতিতে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার ছাড়াও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 4533011173699435978

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item