সবার জন্য পুলিশের সব দরজা খোলা আছে... রংপুরের পুলিশ সুপার

হ্জাী মারুফ  ঃ
রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেছেন, রংপুর মহানগরীসহ জেলার প্রতিটি এলাকায় অপরাধ কমলে সাধারণ মানুষ ভালো থাকে। আর মানুষজন সুখে শান্তিতে থাকলে পুলিশও ভালো থাকে। আপনাদের জন্য পুলিশের সব দরজা খোলা আছে বলে জানিয়েছেন। তিনি গতকাল রংপুর মহানগরীর ২০ নং ওয়ার্ডের আইনশৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিজানুর রহমান আরো বলেন, যে কেউ যখন তখন পুলিশের সাহায্য সহযোগিতা নিতে পারে। তাছাড়া প্রতিটি এলাকার মাদক, চোরাচালান, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সকল অপরাধ দুরীকরণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার করার দায়িত্ব প্রতিটি এলাকার নাগরিকদের। রংপুর মহানগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে নগরীর গুরুত্বপুর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। এজন্য তিনি,রংপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গও বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।রংপুর মহানগরীর ২০ নং ওয়ার্ডের আইনশৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শনিবার বিকেলে মুলাটোল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মাসুম হাসানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী যুবলীগের ১নং যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন সাজুর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুর রহমান সাইফ, কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাংবাদিক সুশান্ত ভৌমিক, রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল মিঞা, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম,  রংপুর আইন কলেজের অধ্যক্ষ সাজেদ হোসেন তাতা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ২০নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম,রংপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ও  মুরাদ হোসেন, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকবর হোসেন, মুলাটোল বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলমান বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক হাজী মারুফ, মুলাটোল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ২০নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ফয়জার রহমান নিউক্লিয়াস প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 2633319614107063233

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item