পঞ্চগড়ে পানের মূল্য বৃদ্ধিতে বিপাকে ভোক্তারা

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

আমাদের দেশের বাঙ্গালীদের ঐতিহ্য বাড়িতে মেহমান বা বেহাই-বেহানী আসলে তাদের প্রথমেই পান দিয়ে আপ্যায়ন করে। তাছাড়াও আমাদের দেশে বিভিন্ন জর্দ্দা বা মসলা দিয়ে খেতে ভালোবাসে প্রায় ৭০% মানুষ। এমনও পান ভোক্তা পাওয়া গেছে তার ভাত না হলেও চলবে কিন্তু পান না হলে চলবে না। এসব পান ভোক্তাদের সাথে কথা বললে তারা জানান বাজারে একটা খিলিপান ৫ টাকা দিয়ে আমাদের কিনে খেতে হয়। পান দোকানীদের বললে তারা জানান, বর্তমান বাজারে পানের দাম বেশি হওয়ায় ৫ টাকা করে আমাদের প্রতি খিলিপান বিক্রি করতে হচ্ছে। তবে নতুন পান বাজারে আসলে তখন প্রতি খিলিপান আমরা আবার ৪ টাকা দরে বিক্রি করবো। পঞ্চগড়ের খিলিপান সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সঙ্গে কথা বললে তিনিও ঐ একই কথা বলেন। তবে পঞ্চগড়ের ভোক্তারা এই অতিরিক্ত পানের দাম মেনে নিতে পারছেন না। কারণ পঞ্চগড়ে হাড়িভাসা ইউনিয়নের প্রতিটি গ্রামে পানের বরজ আছে। এখনতো আমাদের রাজশাহীর পানের আশায় থাকতে হয় না। তারপরেও কেনো পানের দাম এতো বৃদ্ধি?

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3194236754218708520

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item