এখন ঋতুরাজ বসন্তকাল,পঞ্চগড়ে গাছে গাছে আমের মুকুলের সমারোহ

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে গাছে গাছে আমের মুকুলের সমারোহ এখন ঋতুরাজ বসন্তকাল। এরই মধ্যে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় আমের গাছে গাছে মুকুল দেখা দিয়েছে। কৃষিবিদ ও আম চাষিরা আশা করছেন বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলন হবে। গাছে মুকুল আশার আগে থেকেই গাছে পরিচর্যা করছেন আম বাগানের মালিক ও আম চাষিরা। আম বলতে এক সময় চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীকেই বোঝাতো। এখন অবস্থা ভিন্ন। পঞ্চগড়ে এখন বাণিজ্যিক ভিত্তিতে প্রায় সব জাতের আমের উৎপাদন হচ্ছে। লাভজনক হওয়ায় প্রতিবছর কৃষি জমিতে করছে আমের আবাদ। বর্তমানে যে পরিমানে আমের মুকুল আসছে তার কিছু নষ্ট হয়ে যায় তার কারণ প্রথমত ঘন কুয়াশা, তারপর শিলাবৃষ্টি বা অতি খরা। প্রকৃতির সঙ্গে লড়াই করেই আম গাছকে টিকতে হয় ফলনের জন্য। প্রবাদে ও লোক কথায় আছে “কুয়োয় (কুয়াশা) আমের ক্ষয়, তেতুলের কিছু নয়” অর্থাৎ ঘন কুয়াশায় মুকুল ঝরে যায়। তেতুলের কিছুই হয় না তাই মুকুল যতই ঝরুক শেষ পর্যন্ত যতটুকু টিকে থাকে তাতেই ১০/১২টি করে আম ধরে। সেই আমের ভার সইতে পারেনা আমের গাছ। জানা গেছে, পঞ্চগড়ের পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫ হেক্টরের বেশি জমিতে বাণিজ্যিকভাবে আম বাগান গড়ে তোলা হয়েছে। বাগানের আম রূপালী, ফজলি, খিরসা, মোহনা, লগড়া, রাজভোগ ও গোপাল ভোগ সহ বিভিন্ন জাতের আমের বাগান গড়ে তোলা হয়েছে। এছাড়াও ছোট জায়গাগুলিতেও অনেক গাছ রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু গাছে মুকুল আসতে শুরু করেছে। চলতি ফাল্গুন মাসের প্রথম নাগাদ ভরপুর মুকুল আসছে। উপজেলার উৎপাদিত আম এলাকার চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন জানান, মুকুল আশার সাথে এবং মুকুর ধরার সময় প্রয়োজনীয় স্প্রে করা গেলে আমের মুকুল সংরক্ষণ এবং পোকার হাট থেকে আম কে রক্ষা করা সম্ভব।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4425679425790825144

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item