পঞ্চগড়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা/২০১৮ শুভ উদ্বোধন

মোঃ তোতা মিয়া, পঞ্চগড়  প্রতিনিধি:

পঞ্চগড়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা/২০১৮ শুভ উদ্বোধন হয়েছে।সোমবার সকালে
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে এসে শেষ হয়। এরপর ডিজিটাল উদ্ভাবনী মেলা/২০১৮ এর শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন, মহা-পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয় কবির বিন আনোয়ার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ, এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়,মোঃ নাইমুজ্জামান মুক্তা, চেয়ারম্যান, জেলা পরিষদ, পঞ্চগড়, মোঃ আমানুল্লাহ বাচ্চু, সিভিল সার্জন, পঞ্চগড়, ডাঃ মোঃ সাইফুল ইসলাম, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,  জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, দেবাশীষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ গোলাম আজম,   সহকারী কমিশনার (আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড় মোঃ সুমন জিহাদী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, পঞ্চগড় । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে ২০১৩ সালে অনলাইনের মাধ্যমে জমির খতিয়ান নকল, জাবেদা, শহরাঞ্চলে বেশিরভাগ নারী কর্মস্থানের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত স্বাক্ষরতা ও শিক্ষা, ভাষা, সমাজ ও সংস্কৃতি, আইন ও মানবাধিকার, দূর্যোগ ও ব্যবস্থা, স্বাস্থ্য ও চিকিৎসা, কৃষি ও অকৃষি, তথ্য অনুসন্ধান ও প্রচার দক্ষতা প্রতি নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ততা করেছে সরকার। পঞ্চগড়ে ৭ম বারের মতো এই মেলায় ৪৩ টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা অংশগ্রহণ করেছে। ই-মাল্টিমিডিয়া ক্লাস রুম সিস্টেম এর মাধ্যমে পাঠদান নিশ্চিত করায় ২০১৫ সালে পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয় সেরা প্রতিষ্ঠানের পুরষ্কার অর্জন করে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2889829823425227496

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item