নীলফামারীতে তিনদিন ব্যাপী ডিজিটাল মেলার সমাপনী

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৭ ফেব্রুয়ারি
নীলফামারীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে গতকাল সোমবার রাতে। জেলা সরকারী হাই স্কুল মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মিনু শীল। নীলফামারী জেলা প্রশাসক মোহম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ৯টি ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন শিল্পীরা।শ্রেষ্ঠ স্টল হিসেবে সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও সিভিল সার্জন অফিস, ই-সেবায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিউরিটি (বিআরটিএ) নীলফামারী, ওয়েব পোর্টালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী উপ-পরিচালকের কার্যালয় ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নীলফামারী ছাড়াও ডিজিটাল সেন্টারে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার
নির্বাচিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু বক্তব্য দেন। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আজাহারুল ইসলাম বক্তব্য রাখেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগীতায় গত শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে মেলা শুরু হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক খলিলুর রহমান।নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুর আলম জানান, মেলায় ৫টি প্যাভিলিয়নে ৭৬টি স্টল স্থান পেয়েছিলো। আগত দর্শকরা ফ্রি ওয়াইফাই ব্যবহার ছাড়াও প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় মেলা প্রাঙ্গণে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1006806080616235525

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item