পুলিশ কনস্টেবল নিয়োগ- নীলফামারীতে অন্যের পরীক্ষা দিতে এসে বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্র সহ আটক সাত

বিশেষ প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারী॥ 
পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় অনন্যের হয়ে অংশ নিতে গিয়ে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রসহ সাত যুবক আটক হয়েছে। শনিবার বিকালে নীলফামারী পুলিশ লাইন্স পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটক যুবকরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার সুরিগাতি গ্রামের শেখ অলিয়ার রহমানের ছেলে শেখ ফজলুল হক রোমান (২২), একই জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের সিকদার আবুল কালাম আজাদের ছেলে এসএম শামীম রেজা (২৩), সাতক্ষিরা জেলা সদরের ভবানীপুর গ্রামের জিয়াদ আলী সর্দারের ছেলে ইউনূছ আলী (২০), রাজবাড়ি জেলা সদরের বামনিপুর গ্রামের ঈসমাইল হোসেনের ছেলে ইয়াছিন মোল্ল্যা (২০)। ওই চার যুবক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
অপর তিনজন হলো, নীলফামারী সরকারী কলেজের অনার্স শিক্ষার্থী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা গ্রামের মকবুল হোসেনের ছেলে একরামুল হক (২৩), একই উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে একই কলেজের অনার্স শিক্ষার্থী রিপন হোসেন (২২), রংপুর সরকারী কলেজের অনার্স শিক্ষার্থী বংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের জলিল মিয়ার ছেলে জোবায়ের রহমান (২৩)।
পুলিশ জানায়, শনিবার বিকালে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। ওই পরীক্ষায় ৮৮৯ জন অংশগ্রহন করে। এসময় অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় ওই সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, দুইজন নীলফামারী সরকারী কলেজের এবং একজন রংপুর সরকারী কলেজের অনার্স শিক্ষার্থী।
নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বলেন,‘আটক সাতজনকে পরীক্ষা কেন্দ্র থেতে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।#

পুরোনো সংবাদ

নীলফামারী 5410770017692089254

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item