নীলফামারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৫ ফেব্রুয়ারি॥
নীলফামারী জেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। 
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিনুর আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, জেলা পরিষদের সচিব সামসুল আযম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া সহ জেলার প্রতিটি সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, প্রতিনিধিগন, সাংবাদিক বৃন্দ। 
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম জানান, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও জেলা শহরের হাই স্কুল মাঠে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, মেলায় সরকারি সকল প্রতিষ্ঠানসহ আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের স্টল থাকবে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চবে। এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন নীলফামারীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। #

পুরোনো সংবাদ

নীলফামারী 5622296391518665384

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item