নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২ ফ্রেরুয়ারি॥
“নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় প্রথমবারের মতো নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস/২০১৮ পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা কাজী সাইফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহিনুর আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কেরামত আলী সহ জেলার সকল মিল মালিক, ব্যবসায়ী প্রমুখ। 
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম জানান, দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে দেশব্যাপী জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়। সভায় প্রণে করবো সেটা যেন নিরাপদ হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। কারণ নিরাপদ খাদ্য খেলে শরীর সুস্থ থাকবে।


পুরোনো সংবাদ

নীলফামারী 7471421716354503945

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item